Techmartbd.top Refund Policy

আমরা সবসময় চেষ্টা করি আপনার কেনা প্রোডাক্ট সঠিকভাবে এবং সময়মতো পৌঁছে দিতে। তবুও যদি কোনো কারণে—

  • পেমেন্ট করা অর্ডারের প্রোডাক্ট স্টকে না থাকে,
  • ডেলিভারির পর প্রোডাক্টে প্রবলেম পাওয়া যায়,
  • একাধিক প্রোডাক্ট অর্ডার করা হলে এর মধ্যে কোনো একটি প্রোডাক্ট স্টক আউট হয়ে যায় এবং স্বল্প সময়ের মধ্যে স্টক আসার সম্ভাবনা না থাকে,

👉 তাহলে আমরা আপনাকে রিফান্ড প্রদান করবো।

⚠️ প্রোডাক্ট রিটার্নের ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্ট পুনরায় বিক্রয়যোগ্য অবস্থায় আছে কিনা সেটি যাচাই করে রিফান্ডের সিদ্ধান্ত নেওয়া হবে।


রিফান্ড মেথডসমূহ

পেমেন্ট মেথডরিফান্ড মেথড
বিকাশ / নগদ বা অন্য যেকোনো MFSবিকাশ / নগদ বা অন্য যেকোনো MFS
ক্রেডিট / ডেবিট কার্ডক্রেডিট / ডেবিট কার্ড
ক্যাশক্যাশ

রিফান্ড প্রসেসিং টাইম

  • রিফান্ড রিকোয়েস্ট করার তারিখ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সেই মাধ্যমেই রিফান্ড ইনিশিয়েট করা হবে যেই মাধ্যমে আপনি পেমেন্ট করেছিলেন।
  • বিশেষ করে ক্রেডিট/ডেবিট কার্ড এর ক্ষেত্রে, আপনার একাউন্ট স্টেটমেন্টে রিফান্ড এমাউন্ট শো করতে ৫–১০ কার্যদিবস সময় লাগতে পারে।
  • এই সময়সীমার মধ্যেও যদি রিফান্ড স্টেটমেন্টে না দেখা যায়, তাহলে আপনার কার্ড ইস্যুয়ার ব্যাংকের সাথে যোগাযোগ করুন অথবা আমাদেরকে ইমেইল করুন: support@techmartbd.top

রিফান্ড চার্জ

  • রিফান্ডের জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়। আপনি যত টাকা পেমেন্ট করেছেন ঠিক ততটুকুই রিফান্ড করা হবে।
  • তবে, যদি প্রোডাক্ট কুরিয়ারে হ্যান্ডওভার করা হয়ে থাকে বা ডেলিভারি সম্পন্ন হওয়ার পর আপনি রিটার্ন করেন (যখন প্রোডাক্টে কোনো সমস্যা নেই), সেই ক্ষেত্রে:
    • ঢাকার ভেতরে: প্রতি অর্ডারে ১০০ টাকা কেটে রাখা হবে
    • ঢাকার বাইরে: প্রতি অর্ডারে ২০০ টাকা + পেমেন্ট সেটেলমেন্ট ফি (যদি প্রযোজ্য হয়)

ডিসকাউন্ট বা অফারের ক্ষেত্রে রিফান্ড

  • যদি বিকাশ, নগদ, রকেট, ভিসা, মাস্টারকার্ড বা অন্য কোনো মাধ্যমে ডিসকাউন্ট/ক্যাশব্যাক অফার প্রযোজ্য থাকে, তাহলে সেই ডিসকাউন্ট বা ক্যাশব্যাকের এমাউন্ট ফেরতযোগ্য নয়
  • যেমন: যদি কোনো প্রোডাক্টের আসল মূল্য ১০০০ টাকা হয়, কিন্তু আপনি অফারে ৯০০ টাকা দিয়ে কিনে থাকেন, তাহলে রিফান্ডের সময় আপনার প্রদত্ত এমাউন্ট (৯০০ টাকা) ফেরত দেওয়া হবে।
  • একইভাবে, যদি আপনি ১০০০ টাকা পরিশোধ করে কোনো ক্যাশব্যাক পেয়ে থাকেন, তাহলে রিফান্ডের সময় সেই ক্যাশব্যাক এমাউন্ট বাদ দিয়ে বাকি টাকা ফেরত দেওয়া হবে।

📅 Last Update: 07/09/2025
© Techmartbd.top – সর্বস্বত্ব সংরক্ষিত